1 সেই দিন দবোরা আর অবীনোয়মের ছেলে বারক এই কাওয়ালী গাইলেন:
2 ইসরাইলের নেতারা যুদ্ধে লোকদের পরিচালনা করলেন,আর লোকেরাও নিজের ইচ্ছায় এগিয়ে গেল।আলহামদুলিল্লাহ্!
3 ওহে বাদশাহ্রা, আপনারা শুনুন;ওহে শাসনকর্তারা, আপনারা শুনুন;আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব,ইসরাইলের মাবুদ আল্লাহ্র উদ্দেশে প্রশংসার গজল গাইব।
4 হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে রওনা হলে,ইদোম দেশ থেকে বেরিয়ে গেলে,তখন দুনিয়া কেঁপে উঠলআর আসমান থেকে মেঘ পানিধারা ঢেলে দিল।
5 তখন মাবুদের সামনে পাহাড়-পর্বত কেঁপে উঠল,ইসরাইলের মাবুদ আল্লাহ্র সামনেতুর পাহাড় কেঁপে উঠল।
6 অনাতের ছেলে শম্গর আর যায়েলের সময়েসদর রাস্তা ছেড়ে পথিকেরা ঘুর পথে চলত।