কাজীগণ 5:10-16 MBCL

10 তোমরা যারা সাদা গাধীর উপর চড়েআর কম্বলের গদির উপর বসে রাস্তা দিয়ে যাচ্ছ,তোমরা এই সব বিষয় নিয়ে কাওয়ালী গাও।

11 শোন, পানি তুলবার জায়গায় লোকেরা বলাবলি করছে;তারা ইসরাইলের গ্রামের লোকদের জন্যমাবুদের উদ্ধার-কাজের কথা বলছে।এসব শুনে মাবুদের বান্দারাশহরের দরজাগুলোর কাছে গেল।

12 জাগো দবোরা, জাগো!জাগো, জাগো, কাওয়ালী গাও।ওহে অবীনোয়মের ছেলে বারক, ওঠো;যুদ্ধে যারা ধরা পড়েছে তাদের নিয়ে যাও।

13 তারপর বেঁচে থাকা লোকেরা গণ্যমান্য লোকদের কাছে আসল;মাবুদের বান্দারা যুদ্ধ করবার জন্য আসল আমার কাছে।

14 কিছু লোক আসল আফরাহীম থেকেযেখানে আমালেকীয়রা বাস করত;তারা আসল বিন্যামীন-গোষ্ঠীর লোকদের পিছনে।মাখীর থেকে নেতারা আসলেন,আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেন দণ্ড হাতে নিয়ে।

15 ইষাখরের সেনাপতিরা দবোরার সংগে গেলেন;ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায় নেমে গেলবারকের পিছে পিছে।রূবেণের সৈন্যদল শক্তভাবে মন স্থির করল।

16 হে রূবেণের লোকেরা,কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে বসে ছিলে?তোমরা কি রাখালদের বাঁশী শুনতে চেয়েছিলে?রূবেণের সৈন্যদলের মধ্যে ভীষণ মতের অমিল হল।