20 আসমান থেকে তারাগুলোই যুদ্ধ করল,নিজের নিজের বাঁধা পথে থেকেযুদ্ধ করল সীষরার বিরুদ্ধে।
21 সেই পুরাকালের নদীর পানি, সেই কীশোন নদীর পানিশত্রুদের ভাসিয়ে নিয়ে গেল।হে আমার দিল, শক্ত হয়ে এগিয়ে চল।
22 তারপর মাটি কেঁপে উঠল ঘোড়ার খুরের ঘায়েআর শক্তিশালী ঘোড়াগুলো চলল খট্-খটা-খট্ করে।
23 মাবুদের ফেরেশতা বললেন, “মেরোসকে বদদোয়া দাও,ভীষণভাবে বদদোয়া দাও সেখানকার লোকদের;তারা কেউ যুদ্ধে মাবুদের সংগে যোগ দেয় নি,যোগ দেয় নি শক্তিশালীদের বিরুদ্ধে।
24 ধন্যা কেনীয় হেবরের স্ত্রী যায়েল,ধন্যা সে স্ত্রীলোকদের মধ্যে;সে তাম্বুবাসী স্ত্রীলোকদের মধ্যে ধন্যা ।
25 সীষরা পানি চাইলে সে তাকে এনে দিল দুধ;সুন্দর বাটিতে করে এনে দিল ঘন করা দুধ।
26 পরে সে হাতে নিল তাম্বু বাঁধার গোঁজ,আর ডান হাতে ধরল কামারের হাতুড়ী;সে সীষরাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলআর কপালে বিঁধিয়ে দিল সেই গোঁজখানা।