কাজীগণ 5:28-31 MBCL

28 সীষরার মা জানালা দিয়ে চেয়ে দেখল,জালির পিছন থেকে সে চেঁচিয়ে বলল,“তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে?তার রথের চাকার শব্দ কেন এখনও শোনা যাচ্ছে না?”

29 তার বুদ্ধিমতী সংগিনীরা এর জবাব দিল;সেও মনে মনে বলতে লাগল,

30 “নিশ্চয়ই তারা লুটের জিনিস পেয়েছেআর ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে;প্রত্যেক পুরুষের জন্য একটা বা দু’টা করে মেয়েআর সীষরার জন্য রংগীন পোশাক,ফুল তোলা রংগীন পোশাক,গলার চারপাশে সুন্দর করে ফুল তোলা পোশাক-এ সবই কি তারা লুট হিসাবে পায় নি?”

31 হে মাবুদ, তোমার শত্রুরা সকলেই এভাবে ধ্বংস হয়ে যাক;কিন্তু যারা তোমাকে মহব্বত করে তারা যেন সূর্যের মত শক্তিমান হয়ে ওঠে।এর পর দেশে চল্লিশ বছর শান্তি ছিল।