কাজীগণ 5:9-15 MBCL

9 আমার মন চলে গেল ইসরাইলের সেই সব নেতাদের কাছেযারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল;আলহামদুলিল্লাহ্‌!

10 তোমরা যারা সাদা গাধীর উপর চড়েআর কম্বলের গদির উপর বসে রাস্তা দিয়ে যাচ্ছ,তোমরা এই সব বিষয় নিয়ে কাওয়ালী গাও।

11 শোন, পানি তুলবার জায়গায় লোকেরা বলাবলি করছে;তারা ইসরাইলের গ্রামের লোকদের জন্যমাবুদের উদ্ধার-কাজের কথা বলছে।এসব শুনে মাবুদের বান্দারাশহরের দরজাগুলোর কাছে গেল।

12 জাগো দবোরা, জাগো!জাগো, জাগো, কাওয়ালী গাও।ওহে অবীনোয়মের ছেলে বারক, ওঠো;যুদ্ধে যারা ধরা পড়েছে তাদের নিয়ে যাও।

13 তারপর বেঁচে থাকা লোকেরা গণ্যমান্য লোকদের কাছে আসল;মাবুদের বান্দারা যুদ্ধ করবার জন্য আসল আমার কাছে।

14 কিছু লোক আসল আফরাহীম থেকেযেখানে আমালেকীয়রা বাস করত;তারা আসল বিন্যামীন-গোষ্ঠীর লোকদের পিছনে।মাখীর থেকে নেতারা আসলেন,আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেন দণ্ড হাতে নিয়ে।

15 ইষাখরের সেনাপতিরা দবোরার সংগে গেলেন;ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায় নেমে গেলবারকের পিছে পিছে।রূবেণের সৈন্যদল শক্তভাবে মন স্থির করল।