5 তোমরা পাহাড়ের সেই উপত্যকা দিয়ে পালিয়ে যাবে, কারণ সেই উপত্যকা আৎসল পর্যন্ত চলে যাবে। এহুদার বাদশাহ্ উষিয়ের রাজত্বকালে ভূমিকমেপর সময়ে যেভাবে তোমরা পালিয়ে গিয়েছিলে সেইভাবেই পালিয়ে যাবে। তারপর আমার মাবুদ আল্লাহ্ তাঁর সব পবিত্রজনদের সংগে নিয়ে আসবেন।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন জাকারিয়া 14
প্রেক্ষাপটে জাকারিয়া 14:5 দেখুন