1 তারপর আমি চোখ তুলে মাপের দড়ি হাতে একজন লোককে দেখতে পেলাম।
2 আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?”জবাবে তিনি আমাকে বললেন, “জেরুজালেম কতটা চওড়া ও কতটা লম্বা তা মেপে দেখতে যাচ্ছি।”
3 যে ফেরেশতা আগে আমার সংগে কথা বলেছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন ফেরেশতা তাঁর সংগে দেখা করতে আসলেন।
4 তিনি তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ঐ যুবককে বলুন, ‘জেরুজালেমের মধ্যে মানুষ ও পশু সংখ্যায় বেশী হওয়ার দরুন তাতে কোন দেয়াল থাকবে না।