10 মাবুদ বলছেন, “হে সিয়োন্তকন্যা, আনন্দে কাওয়ালী গাও এবং খুশী হও, কারণ আমি আসছি, আর আমি তোমাদের মধ্যে বাস করব।
11 সেই দিন অনেক জাতি আমার সংগে যুক্ত হয়ে আমার বান্দা হবে। আমি তোমাদের মধ্যে বাস করব।” যখন তা ঘটবে তখন তোমরা জানবে যে, আল্লাহ্ রাব্বুল আলামীন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।
12 পবিত্র দেশে তাঁর সম্পত্তি হিসাবে মাবুদ এহুদা দেশ অধিকার করবেন এবং জেরুজালেমকে আবার বেছে নেবেন।
13 হে সমস্ত মানুষ, তোমরা মাবুদের সামনে নীরব হও, কারণ তিনি বিচার করবার জন্য তাঁর পবিত্র বাসস্থান থেকে বের হয়ে আসছেন।