লেবীয় 23:18 MBCL

18 এই রুটির সংগে সাতটা এক বছরের নিখুঁত ভেড়ার বাচ্চা, একটা ষাঁড় এবং দু’টা ভেড়া আনতে হবে। এই পশুগুলো দিয়ে মাবুদের উদ্দেশে একটা পোড়ানো-কোরবানী দিতে হবে, আর তার সংগে থাকবে তার সংগেকার নিয়মিত শস্য-কোরবানী এবং ঢালন-কোরবানী। এগুলো সব আগুনে দেওয়া-কোরবানী , যার খোশবুতে মাবুদ খুশী হন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন লেবীয় 23

প্রেক্ষাপটে লেবীয় 23:18 দেখুন