10 ইউসুফের ছেলেদের মধ্যে আফরাহীম-গোষ্ঠীর অম্মীহূদের ছেলে ইলীশামা আর মানশা-গোষ্ঠীর পদাহসূরের ছেলে গমলীয়েল,
11 বিন্যামীন-গোষ্ঠীর গিদিয়োনির ছেলে অবীদান,
12 দান-গোষ্ঠীর অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর,
13 আশের-গোষ্ঠীর অক্রণের ছেলে পগীয়েল,
14 গাদ-গোষ্ঠীর দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ,
15 আর নপ্তালি-গোষ্ঠীর ঐননের ছেলে অহীরঃ।”
16 বনি-ইসরাইলদের মধ্য থেকে এই সব লোকদের নিযুক্ত করা হল। এঁরা হলেন তাঁদের পূর্বপুরুষদের গোষ্ঠীর নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের কর্তা।