14-15 “মাবুদের যুদ্ধ” নামে বইটাতে আছে, “আর্ শহরের দিকে চলে যাওয়া শূফা এলাকার বাহেব এবং অর্ণোন ও তার উপনদী বয়ে যাওয়া খাদগুলো এবং খাদের পাশে পাহাড়ের গায়ের ঢালু জায়গা, যেগুলো মোয়াবের এক দিকের সীমানা।”
16 সেখান থেকে যাত্রা করে বনি-ইসরাইলরা বের নামে একটা কূয়ার কাছে আসল। এই কূয়ার কাছে মাবুদ মূসাকে বললেন, “তুমি লোকদের একসংগে জমায়েত কর, আমি তাদের পানি দেব।”
17 তখন বনি-ইসরাইলরা এই গজলটি করল:“হে কূয়া, তুমি পানিতে ভরে ওঠো।তোমরা এই কূয়ার বিষয় নিয়ে গজল গাও।
18 এটা সেই কূয়া যা শাসনকর্তারা শাসনদণ্ডের জোরে খুঁড়েছেন,যা গণ্যমান্য লোকেরা লাঠির জোরে করেছেন।”তারপর বনি-ইসরাইলরা সেই মরুভূমি থেকে মত্তানায়,
19-20 মত্তানা থেকে নহলীয়েলে, নহলীয়েল থেকে বামোতে এবং বামোৎ থেকে মোয়াবের উপত্যকায় গেল। সেই উপত্যকার কাছে পিস্গা পাহাড়শ্রেণীর মধ্যেকার সবচেয়ে উঁচু পাহাড়ের উপর থেকে মরুভূমির যিশীমোন নামে জায়গাটা দেখা যায়।
21 বনি-ইসরাইলরা আমোরীয়দের বাদশাহ্ সীহোনের কাছে লোক পাঠিয়ে অনুরোধ করল,
22 “আপনার রাজ্যের মধ্য দিয়ে আমাদের যেতে দিন। আমরা রাস্তা ছেড়ে কোন জমির মধ্যে বা আংগুর ক্ষেতে যাব না, কিংবা কোন কূয়া থেকে পানিও খাব না। আপনার রাজ্য পার হয়ে না যাওয়া পর্যন্ত আমরা রাজপথ ধরেই চলতে থাকব।”