শুমারী 23:14-20 MBCL

14 এই বলে বালাক তাঁকে পিস্‌গা পাহাড়শ্রেণীর উপরে যে সোফীম মাঠ আছে সেখানে নিয়ে গেলেন। সেখানে তিনি সাতটা কোরবানগাহ্‌ তৈরী করে প্রত্যেকটার উপরে একটা করে ষাঁড় আর একটা করে ভেড়া কোরবানী দিলেন।

15 তারপর বালাম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-কোরবানী দেওয়া হল আপনি সেগুলোর কাছে থাকুন, আর আমি ঐদিকে গিয়ে মাবুদের সংগে দেখা করি।”

16 মাবুদ বালামের সংগে দেখা করে তাঁর মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই কথা বল।”

17 কাজেই বালাম বালাকের কাছে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের নেতাদের নিয়ে তাঁর কোরবানী দেওয়া পশুর কাছে দাঁড়িয়ে আছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, “মাবুদ আপনাকে কি বলেছেন?”

18 বালাম তখন আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:“বালাক বাদশাহ্‌ উঠুন, শুনুন;হে সিপ্পোরের ছেলে, আমার কথায় কান দিন।

19 আল্লাহ্‌ তো মানুষ নন যে, মিথ্যা বলবেন;মানুষ থেকে তাঁর জন্মও নয় যে, মন বদলাবেন।তিনি যা বলেন করেনও তা,তাঁর ওয়াদা তিনি সর্বদা পূর্ণ করেন।

20 আমি দোয়া করবার জন্য হুকুম পেয়েছি।তিনি ইসরাইল জাতিকে দোয়া করেছেন,আমি তা বদলাতে পারি না।