2 বালাক বালামের কথামতই কাজ করলেন এবং দু’জনে মিলে প্রত্যেকটি কোরবানগাহের উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া কোরবানী দিলেন।
3 তারপর বালাম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-কোরবানী দেওয়া হল আপনি সেগুলোর কাছে থাকুন আর আমি ওদিকে যাচ্ছি। হয়তো মাবুদ আমার সংগে দেখা করতে আসবেন। তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি তা আপনার কাছে বলব।” এই কথা বলে বালাম এমন একটা পাহাড়ের উপরে উঠে গেলেন যেখানে কোন গাছপালা ছিল না।
4 তখন আল্লাহ্ তাঁর সংগে দেখা করলেন। বালাম বললেন, “আমি সাতটা কোরবানগাহ্ তৈরী করেছি এবং প্রত্যেকটি কোরবানগাহের উপর একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া কোরবানী দিয়েছি।”
5 তখন মাবুদ বালামের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”
6 বালাম বালাকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন, বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তাঁর কোরবানী-দেওয়া পশুর কাছে দাঁড়িয়ে আছেন।
7 তখন বালাম আল্লাহ্র দেওয়া এই কালাম বলতে লাগলেন:“বালাক আমাকে সিরিয়া দেশ থেকে নিয়ে আসলেন,পূর্বের পাহাড়গুলোর কাছ থেকেমোয়াব-বাদশাহ্ আমাকে নিয়ে আসলেন।তিনি বললেন, ‘আমার হয়ে আপনিইয়াকুবকে বদদোয়া দিন,ইসরাইল জাতিকে বদদোয়া দিন।’
8 আল্লাহ্ যাদের কোন বদদোয়া দেন নি,কেমন করে আমি তাদের বদদোয়া দেব?মাবুদ যাদের বিরুদ্ধে অপকারের কথা বলেন নি,কেমন করে আমি তাদের বিরুদ্ধে অপকারের কথা বলব?