শুমারী 23:4-10 MBCL

4 তখন আল্লাহ্‌ তাঁর সংগে দেখা করলেন। বালাম বললেন, “আমি সাতটা কোরবানগাহ্‌ তৈরী করেছি এবং প্রত্যেকটি কোরবানগাহের উপর একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া কোরবানী দিয়েছি।”

5 তখন মাবুদ বালামের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”

6 বালাম বালাকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন, বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তাঁর কোরবানী-দেওয়া পশুর কাছে দাঁড়িয়ে আছেন।

7 তখন বালাম আল্লাহ্‌র দেওয়া এই কালাম বলতে লাগলেন:“বালাক আমাকে সিরিয়া দেশ থেকে নিয়ে আসলেন,পূর্বের পাহাড়গুলোর কাছ থেকেমোয়াব-বাদশাহ্‌ আমাকে নিয়ে আসলেন।তিনি বললেন, ‘আমার হয়ে আপনিইয়াকুবকে বদদোয়া দিন,ইসরাইল জাতিকে বদদোয়া দিন।’

8 আল্লাহ্‌ যাদের কোন বদদোয়া দেন নি,কেমন করে আমি তাদের বদদোয়া দেব?মাবুদ যাদের বিরুদ্ধে অপকারের কথা বলেন নি,কেমন করে আমি তাদের বিরুদ্ধে অপকারের কথা বলব?

9 পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি;তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছি।আমি দেখছি এমন একটা জাতিকেযে অন্যদের থেকে দূরে থাকে;অন্য সব জাতির সংগে নিজেদের এক করে দেখে না।

10 ইয়াকুবের বংশধরেরা ধূলিকণার মত অসংখ্য,কে তাদের গুণে দেখতে পারে?বনি-ইসরাইলদের চার ভাগের একভাগও কিকারও পক্ষে গোণা সম্ভব?ঐ সৎ লোকদের মতই যেন আমার মৃত্যু হয়;আমার শেষ যেন হয় তাদেরই মত।”