18 সম্পত্তি ভাগ করবার কাজে সাহায্য করবার জন্য প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে নেতা নিতে হবে।
19 সেই নেতারা হল এহুদা-গোষ্ঠীর যিফুন্নির ছেলে কালুত;
20 শিমিয়োন-গোষ্ঠীর অম্মীহূদের ছেলে শামুয়েল;
21 বিন্যামীন-গোষ্ঠীর কিশ্লোনের ছেলে ইলীদদ;
22 দান-গোষ্ঠীর নেতা যগ্লির ছেলে বুক্কি;
23 ইউসুফের ছেলে মানশা-গোষ্ঠীর নেতা এফোদের ছেলে হন্নীয়েল;
24 ইউসুফের ছেলে আফরাহীম-গোষ্ঠীর নেতা শিপ্তনের ছেলে কমূয়েল;