17 তালুত ও তাঁর ছেলে যোনাথনের জন্য দাউদ তখন এই বিলাপের গজলটি গাইতে লাগলেন।
18 তিনি হুকুম দিলেন যেন ধনুক নামে এই বিলাপের গজলটি এহুদা-গোষ্ঠীর লোকদের শিখানো হয়। এই গজল যাশের নামে একটা বইয়ে লেখা রয়েছে।
19 “হে ইসরাইল,যাঁরা তোমার গৌরব তাঁরা তোমার ঐ উঁচু জায়গায়মৃত অবস্থায় পড়ে রয়েছেন।হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন!
20 তোমরা গাতে এই খবর দিয়ো না,আর অস্কিলোনের পথে পথে ঘোষণা কোরো না;তা করলে ফিলিস্তিনীদের মেয়েরা আনন্দ করবে,ঐ খৎনা-না-করানো লোকদের মেয়েরা আমোদ করবে।
21 ওহে গিলবোয়ের পাহাড়শ্রেণী,তোমাদের উপর শিশির বা বৃষ্টি না পড়ুক,তোমাদের মধ্যে উর্বর শস্যক্ষেতও না থাকুক;কারণ ওখানেই তো বীরদের ঢাল অসম্মানিত হয়েছে,তালুতের ঢালে আর তেল মাখানো হচ্ছে না।
22 নিহত লোকদের রক্তআর বীরদের গোশ্ত না পেলেযোনাথনের ধনুক ফিরে আসত না;তৃপ্ত না হয়ে তালুতের তলোয়ার ফিরে আসত না।
23 বেঁচে থাকা কালে তালুত আর যোনাথন প্রিয় ও ভাল ছিলেন;তাঁরা মরণেও আলাদা হলেন না।তাঁদের গতি ছিল ঈগল পাখীর চেয়েও বেশী,আর শক্তিও ছিল সিংহের চেয়ে অনেক।