22 নিহত লোকদের রক্তআর বীরদের গোশ্ত না পেলেযোনাথনের ধনুক ফিরে আসত না;তৃপ্ত না হয়ে তালুতের তলোয়ার ফিরে আসত না।
23 বেঁচে থাকা কালে তালুত আর যোনাথন প্রিয় ও ভাল ছিলেন;তাঁরা মরণেও আলাদা হলেন না।তাঁদের গতি ছিল ঈগল পাখীর চেয়েও বেশী,আর শক্তিও ছিল সিংহের চেয়ে অনেক।
24 হে ইসরাইলের মেয়েরা, তালুতের জন্য কাঁদ।তিনি তোমাদের দামী লাল কাপড় পরিয়েছেন,তোমাদের কাপড়ের উপর সোনার কারুকাজ করেছেন।
25 হায়, সেই বীরেরা যুদ্ধের মধ্যে কিভাবে ধ্বংস হয়ে গেলেন!ঐ উঁচু জায়গায় যোনাথন মৃত অবস্থায় পড়ে রয়েছেন।
26 হায় যোনাথন, আমার ভাই!তোমার জন্য আমার বড় দুঃখ।আমার কাছে তুমি কত প্রিয়;আমার জন্য তোমার ভালবাসা ছিলমেয়েদের প্রতি ভালবাসার চেয়েও চমৎকার।
27 হায়, কিভাবে বীরেরা ধ্বংস হয়ে গেলেন,আর নষ্ট হয়ে গেল তাঁদের যুদ্ধের অস্ত্রশস্ত্র!”