২ শামুয়েল 16:1 MBCL

1 দাউদ পাহাড়ের উপর থেকে একটু এগিয়ে যেতেই মফীবোশতের গোলাম সীবের সংগে তাঁর দেখা হল। তার সংগে ছিল পিঠে গদি লাগানো দু’টা গাধা। সেই গদির উপরে ছিল দু’শো রুটি, একশো তাল কিশমিশ, একশো তাল ডুমুর এবং চামড়ার থলির এক থলি আংগুর-রস।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ শামুয়েল 16

প্রেক্ষাপটে ২ শামুয়েল 16:1 দেখুন