33 এই কথা শুনে বাদশাহ্র মন দুঃখে ভরে গেল। তিনি দরজার উপরকার ঘরে গিয়ে কাঁদতে লাগলেন। তিনি এই কথা বলতে বলতে গেলেন, “হায়, আমার ছেলে অবশালোম, আমার ছেলে, আমার ছেলে অবশালোম! তোমার বদলে যদি আমি মরতে পারতাম! হায়, অবশালোম, আমার ছেলে, আমার ছেলে!”
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ২ শামুয়েল 18
প্রেক্ষাপটে ২ শামুয়েল 18:33 দেখুন