11 গোটা ইসরাইল দেশে যা বলাবলি হচ্ছে তা বাদশাহ্র কানে গিয়ে পৌঁছাল। সেইজন্য বাদশাহ্ দাউদ ইমাম সাদোক ও অবিয়াথরের কাছে এই কথা বলে পাঠালেন, “আপনারা এহুদার বৃদ্ধ নেতাদের এই কথা জিজ্ঞাসা করুন, ‘কেন আপনারা বাদশাহ্কে তাঁর রাজবাড়ীতে ফিরিয়ে আনতে পিছিয়ে রয়েছেন?