1 মাবুদ যখন দাউদকে তালুত ও তাঁর অন্যান্য শত্রুদের হাত থেকে উদ্ধার করলেন তখন তিনি মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গেয়েছিলেন:
2 মাবুদই আমার উঁচু পাহাড়,আমার কেল্লা ও আমার মুক্তিদাতা;
3 আমার আল্লাহ্ আমার উঁচু পাহাড়,তাঁরই মধ্যে আমি আশ্রয় নিই।তিনিই আমার ঢাল, আমার রক্ষাকারী শিং,আমার উঁচু কেল্লা, আমার আশ্রয়-স্থান।জুলুমবাজদের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর।
4 মাবুদ প্রশংসার যোগ্য, আমি তাঁকে ডাকি;তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই।
5 মৃত্যুর ঢেউ আমাকে ঘিরে ধরেছিল,ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম।