২ শামুয়েল 22:35-41 MBCL

35 তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে,তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।

36 হে মাবুদ, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ;তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।

37 তুমি আমার চলার পথ চওড়া করেছ,তাই আমার পায়ে উচোট লাগে নি।

38 আমার শত্রুদের তাড়া করে আমি তাদের ধ্বংস করেছি;তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরি নি।

39 আমি তাদের ধ্বংস করেছি,তাদের চুরমার করে দিয়েছি,যাতে তারা আর উঠতে না পারে;তারা আমার পায়ের তলায় পড়েছে।

40 তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ,আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ।

41 আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ;যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।