7 আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহ্কে ডাকলামএবং সাহায্যের জন্য তাঁর কাছে ফরিয়াদ জানালাম।তাঁর বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন;আমার ফরিয়াদ তাঁর কানে পৌঁছাল।
8 তখন দুনিয়া কেঁপে উঠল আর টলতে লাগল,কেঁপে উঠল আসমানের ভিত্তি;তাঁর রাগে সেগুলো কাঁপতে থাকল।
9 তাঁর নাক থেকে ধোঁয়া উপরে উঠল,তাঁর মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল,তাঁর মুখের আগুনে কয়লা জ্বলে উঠল।
10 তিনি আকাশ নুইয়ে নেমে আসলেন;তাঁর পায়ের নীচে ছিল ঘন কালো মেঘ।
11 তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন,দেখা দিলেন বাতাসের ডানায় ভর করে।
12 তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন;তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।
13 তাঁর আলোময় উপস্থিতির সামনেবিদ্যুৎ চম্কে চম্কে উঠতে লাগল।