২ শামুয়েল 23:1-5 MBCL

1 ইয়াসির ছেলে দাউদের শেষ কথা এই:“যাঁকে তুলে ধরা হয়েছে,ইয়াকুবের আল্লাহ্‌ যাঁকে অভিষেক করেছেন,যিনি ইসরাইলের মধ্যে মধুর কাওয়াল,তিনি বলছেন,

2 মাবুদের রূহ্‌ আমার মধ্য দিয়ে কথা বলেছেন,আমার মুখে আছে তাঁর কালাম।

3 ইসরাইলের আল্লাহ্‌ বলেছেন,ইসরাইলের আশ্রয়-পাহাড় আমাকে বলেছেন,‘যে লোক সৎভাবে লোকদের শাসন করে আর আল্লাহ্‌কে ভয় করে,

4 সে মেঘশূন্য ভোরে ওঠা সূর্যের আলোর মত;বৃষ্টির পরে সূর্যের যে আলোতে মাটি থেকে ঘাস গজায়সে তারই মত।’

5 আল্লাহ্‌র কাছে আমার বংশ কি তেমন নয়?আমার জন্য তিনি তো একটা চিরস্থায়ী ব্যবস্থা করেছেন।সেই ব্যবস্থার সব কথা ঠিকভাবে সাজানো এবং সুরক্ষিত।আমার উদ্ধার তিনি সফল করবেন,আমার ইচ্ছা তিনি পূরণ করবেন।