13 দিলে গুনাহের টান বোধ করলে কেউ যেন না বলে, “আল্লাহ্ আমাকে গুনাহের দিকে টানছেন।” কোন খারাপীই আল্লাহ্কে গুনাহের দিকে টানতে পারে না, আর আল্লাহ্ও কাউকে গুনাহের দিকে টানেন না।
14 মানুষের দিলের কামনাই মানুষকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় এবং ফাঁদে ফেলে।
15 তারপর কামনা পরিপূর্ণ হলে পর গুনাহের জন্ম হয়, আর গুনাহ্ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়।
16 আমার প্রিয় ভাইয়েরা, ভুল কোরো না।
17 জীবনের প্রত্যেকটি সুন্দর ও নিখুঁত দান বেহেশত থেকে নেমে আসে, আর তা আসে আল্লাহ্র কাছ থেকে, যিনি সমস্ত নূরের পিতা। চঞ্চল ছায়ার মত করে তিনি বদলে যান না।
18 তাঁর নিজের ইচ্ছায় সত্যের কালামের মধ্য দিয়ে তিনি আমাদের তাঁর সন্তান করেছেন, যেন তাঁর সৃষ্ট জিনিসের মধ্যে আমরা এক রকম প্রথম ফলের মত হই।
19 আমার প্রিয় ভাইয়েরা, আমার এই কথাটা লক্ষ্য কর- তোমরা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি করে কথা বলতে যেয়ো না বা রাগ কোরো না;