14-15 তখন ইউসুফ উঠে সেই ছেলে ও তাঁর মাকে নিয়ে সেই রাতেই মিসরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে মাবুদ এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়:আমি মিসর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন মথি 2
প্রেক্ষাপটে মথি 2:14-15 দেখুন