39 তার পরের দরকারী হুকুমটা প্রথমটারই মত- ‘তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত করবে।’
40 সম্পূর্ণ তৌরাত শরীফ এবং নবীদের সমস্ত কিতাব এই দু’টি হুকুমের উপরেই ভরসা করে আছে।”
41 ফরীশীরা তখনও একসংগে ছিলেন, এমন সময় ঈসা তাদের জিজ্ঞাসা করলেন,
42 “আপনারা মসীহের বিষয়ে কি মনে করেন? তিনি কার বংশধর?”তাঁরা ঈসাকে বললেন, “দাউদের বংশধর।”
43 তখন ঈসা তাঁদের বললেন, “তবে দাউদ কেমন করে মসীহ্কে পাক-রূহের পরিচালনায় প্রভু বলে ডেকেছিলেন? তিনি বলেছিলেন,
44 ‘মাবুদ আমার প্রভুকে বললেন,যতক্ষণ না আমি তোমার শত্রুদেরতোমার পায়ের তলায় রাখি,ততক্ষণ তুমি আমার ডানদিকে বস।’
45 তাহলে দাউদ যখন মসীহ্কে প্রভু বলে ডেকেছেন তখন মসীহ্ কেমন করে দাউদের বংশধর হতে পারেন?”