62 তখন মহা-ইমাম উঠে দাঁড়িয়ে ঈসাকে বললেন, “তুমি কি কোন জবাব দেবে না? এরা তোমার বিরুদ্ধে এই সব কি সাক্ষ্য দিচ্ছে?”
63 ঈসা কিন্তু চুপ করেই রইলেন।মহা-ইমাম আবার তাঁকে বললেন, “তুমি আল্লাহ্র কসম খেয়ে আমাদের বল যে, তুমি সেই মসীহ্ ইব্নুল্লাহ্ কি না।”
64 তখন ঈসা তাঁকে বললেন, “জ্বী, আপনি ঠিক কথাই বলেছেন। তবে আমি আপনাদের এটাও বলছি, এর পরে আপনারা ইব্ন্তেআদমকে সর্বশক্তিমান আল্লাহ্র ডান পাশে বসে থাকতে এবং মেঘে করে আসতে দেখবেন।”
65 তখন মহা-ইমাম তাঁর কাপড় ছিঁড়ে ফেলে বললেন, “এ কুফরী করল। আমাদের আর সাক্ষীর কি দরকার? এখনই তো আপনারা শুনলেন, সে কুফরী করল।
66 আপনারা কি মনে করেন?”তাঁরা জবাব দিলেন, “এ মৃত্যুর উপযুক্ত।”
67 তখন লোকেরা ঈসার মুখে থুথু দিল এবং ঘুষি ও চড় মারল।
68 তারা বলল, “এই মসীহ্, বল্ তো দেখি, কে তোকে মারল?”