14 তাদের মুুখ বদদোয়া ও তেতো কথায় ভরা।
15 খুন করবার জন্য তাদের পা তাড়াতাড়ি দৌড়ে,
16 তাদের পথে ধ্বংস ও সর্বনাশ থাকে।
17 শান্তির পথ তারা জানে না,
18 তারা আল্লাহ্কে ভয়ও করে না।
19 আমরা জানি মূসার শরীয়ত তাদেরই জন্য যারা সেই শরীয়তের অধীন। ফলে ইহুদী কি অ-ইহুদী কারও কিছু বলবার নেই, সব মানুষই আল্লাহ্র কাছে দোষী হয়ে আছে।
20 শরীয়ত পালন করলেই যে আল্লাহ্ মানুষকে ধার্মিক বলে গ্রহণ করবেন তা নয়, কিন্তু শরীয়তের মধ্য দিয়েই মানুষ নিজের গুনাহের বিষয়ে চেতনা লাভ করে।