16 যদি কেউ তার ভাইকে এমনভাবে গুনাহ্ করতে দেখে যা মৃত্যুমুখী নয়, তবে সে আল্লাহ্র কাছে চাইবে আর তাতে তিনি তাকে বাঁচিয়ে রাখবেন। আমি এখানে তাদের কথাই বলছি যারা গুনাহ্ করছে অথচ তাদের গুনাহ্ মৃত্যুমুখী নয়। কিন্তু মৃত্যুমুখী গুনাহ্ও আছে। সেই বিষয়ে অনুরোধ করবার কথা আমি তোমাদের বলছি না।
17 সব রকমের অন্যায়ই গুনাহ্, তবে সব গুনাহ্ মৃত্যুমুখী নয়।
18 আমরা জানি, আল্লাহ্ থেকে যার জন্ম হয়েছে সে গুনাহে পড়ে থাকে না। যিনি আল্লাহ্ থেকে জন্মেছিলেন তিনিই তাকে রক্ষা করেন, আর ইবলিস তাকে ছুঁতে পারে না।
19 আমরা জানি আমরা আল্লাহ্র, আর সমস্ত দুনিয়া ইবলিসের ক্ষমতার নীচে পড়ে আছে।
20 আমরা আরও জানি যে, ইব্নুল্লাহ্ এসে আমাদের বুঝবার শক্তি দিয়েছেন যেন সত্য আল্লাহ্কে আমরা জানতে পারি। যিনি সত্য আল্লাহ্ আমরা তাঁর সংগে যুক্ত, অর্থাৎ তাঁর পুত্র ঈসা মসীহের সংগে যুক্ত। তিনিই সত্য আল্লাহ্ এবং তিনিই অনন্ত জীবন।
21 সন্তানেরা, প্রতিমার সংগে তোমাদের কোন সম্বন্ধ না থাকুক। ॥ভব