10 পাক-কিতাবে লেখা আছে,যে সুখী জীবন কাটাতে চায়আর সুদিন দেখবার আশা করে,খারাপ কথা থেকে তার জিভ্কে,ছলনার কথা থেকে তাঁর ঠোঁটকে সে সামলাক।
11 খারাপ কাজ থেকে সে দূরে থাকুক,আর ভাল কাজ করুক;শান্তির জন্য আগ্রহী হয়েসে তার পিছু না ছাড়ুক।
12 যারা ন্যায়ের পথে চলেতাদের উপর মাবুদের চোখ আছে,তাদের মুনাজাত শুনবার জন্যতাঁর কান খোলাই রয়েছে;কিন্তু যারা খারাপ কাজ করে,মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান।
13 ভাল কাজ করতে যদি তোমাদের আগ্রহ থাকে তবে কে তোমাদের ক্ষতি করবে?
14 আল্লাহ্র ইচ্ছামত চলতে গিয়ে যদি তোমাদের কষ্টভোগও করতে হয়, তবে ধন্য তোমরা। যারা তোমাদের দুঃখ-কষ্ট দেয় তাদের তোমরা ভয় কোরো না বা দুঃখ-কষ্টের সময়ে অস্থির হয়ো না,
15 বরং মসীহ্কে তোমাদের দিলে প্রভু হিসাবে স্থান দাও। তোমাদের আশা-ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেবার জন্য সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর নম্রতা ও ভয়ের সংগে দিয়ো।
16 তোমাদের বিবেক পরিষ্কার রেখো, যেন মসীহের লোক হিসাবে তোমাদের ভাল চালচলনের যারা নিন্দা করে তারা তোমাদের নিন্দা করেছে বলে লজ্জা পায়।