7 ঠিক সেইভাবে তোমরা যারা স্বামী, তোমরা বুদ্ধি-বিবেচনা করে স্ত্রীর সংগে বাস কর। তারা তোমাদের দুর্বল সাথী, আর তারাও তোমাদের সংগে আল্লাহ্র রহমতের দান হিসাবে জীবন পাবে। সেইজন্য তাদের সম্মান কোরো যেন তোমাদের মুনাজাত বাধা না পায়।
8 শেষে বলি, তোমাদের সকলের মন যেন একই রকম হয়। তোমরা একে অন্যের দুঃখে দুঃখ বোধ কর, ভাইয়ের মত ভালবাসার ভাব রাখ এবং দয়ালু ও নম্র হও।
9 অন্যায়ের বদলে কারও উপর অন্যায় কোরো না বা কেউ গালাগালি দিলে তাকে ফিরে গালাগালি দিয়ো না, বরং তাদের জন্য দোয়া চেয়ো; কারণ দোয়া পাবার জন্যই আল্লাহ্ তোমাদের ডেকেছেন।
10 পাক-কিতাবে লেখা আছে,যে সুখী জীবন কাটাতে চায়আর সুদিন দেখবার আশা করে,খারাপ কথা থেকে তার জিভ্কে,ছলনার কথা থেকে তাঁর ঠোঁটকে সে সামলাক।
11 খারাপ কাজ থেকে সে দূরে থাকুক,আর ভাল কাজ করুক;শান্তির জন্য আগ্রহী হয়েসে তার পিছু না ছাড়ুক।
12 যারা ন্যায়ের পথে চলেতাদের উপর মাবুদের চোখ আছে,তাদের মুনাজাত শুনবার জন্যতাঁর কান খোলাই রয়েছে;কিন্তু যারা খারাপ কাজ করে,মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান।
13 ভাল কাজ করতে যদি তোমাদের আগ্রহ থাকে তবে কে তোমাদের ক্ষতি করবে?