12 সীলবান, যাঁকে আমি আমার বিশ্বস্ত ভাই মনে করি, তাঁকে দিয়ে এই চিঠি আমি অল্প কথায় তোমাদের কাছে লিখলাম, যেন আমি তোমাদের উৎসাহ দিতে পারি এবং আল্লাহ্র সত্যিকারের রহমতের সাক্ষ্য দিতে পারি। তোমরা আল্লাহ্র এই রহমতের মধ্যে স্থির হয়ে বাস কর।
সম্পূর্ণ অধ্যায় পড়ুন ১ পিতর 5
প্রেক্ষাপটে ১ পিতর 5:12 দেখুন