সোলায়মান 3:2-8 BACIB

2 বললাম, আমি এখন উঠে নগরে ভ্রমণ করবো,গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করবো,আমার প্রাণ-প্রিয়তমের খোঁজ করবো;খোঁজ করেছিলাম, কিন্তু তাঁকে পেলাম না।

3 নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল,আমি বললাম, তোমরা কি আমার প্রাণ-প্রিয়তমকে দেখেছ?

4 আমি তাদের কাছ থেকে একটু অগ্রসর হলাম,তখনই আমার প্রাণ-প্রিয়তমকে পেলাম,আমি তাঁকে ধরলাম, ছাড়লাম না,যতক্ষণ নিজের মায়ের বাড়িতে না আনলাম,আমার জননীর অন্তঃপুরে না আনলাম।----

5 অয়ি জেরুশালেমের কন্যারা।আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি,কৃষ্ণসার ও মাঠের হরিণীদের কসম দিয়ে বলছি,তোমরা প্রেমকে জাগিয়ো না, উত্তেজিত করো না,যে পর্যন্ত তার বাসনা না হয়।----

6 গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হয়ে,বণিকের সমস্ত রকম দ্রব্যে সুবাসিত হয়ে,ধোঁয়ার স্তম্ভের মত মরুভূমি থেকে আসছেন, উনি কে?

7 দেখ, ওটা সোলায়মানের পাল্‌কি,ওর চারদিকে ষাটজন বীর আছেন,ওরা ইসরাইলের বীরদের মধ্যবর্তী।

8 ওরা সকলে তলোয়ারধারী ও রণকুশল;ওদের প্রত্যেকের কোমরে নিজের নিজের তলোয়ার বাঁধা আছে,রাত্রিকালীন বিভীষিকার দরুন।