সোলায়মান 4:10-16 BACIB

10 তোমার মহব্বত কেমন মনোরম!অয়ি মম ভগিনি, মম বধূ!তোমার মহব্বত আঙ্গুর-রস থেকে কত উৎকৃষ্ট!তোমার তেলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্যের চেয়ে কত উৎকৃষ্ট!

11 বধূ! তোমার ওষ্ঠাধর থেকে ফোঁটা ফোঁটা মধু ক্ষরে,তোমার জিহ্বার তলে মধু ও দুধ আছে;তোমার পোশাকের গন্ধ লেবাননের গন্ধের মত।

12 মম ভগিনি, মম কান্তা অর্গলবদ্ধ উপবন,বন্ধ বাগান, সীলমোহর করা ফোয়ারা।

13 তোমার চারাগুলো ডালিমের উপবন,তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সঙ্গে মেঁহেদি,

14 জটামাংসী ও জাফরান,বচ, দারুচিনি ও সমস্ত রকম সুগন্ধি ধূপের গাছ,গন্ধরস অগুরু ও প্রধান প্রধান সমস্ত সুগন্ধির তরু।

15 তুমি উপবনগুলোর উৎস,তুমি জীবন্ত পানির কূপ,লেবাননের প্রবাহিত স্রোতমালা।----

16 হে উত্তরীয় বায়ু, জাগ, হে দখিনা বায়ু,এসো, আমার উপবনে উপর দিয়ে বয়ে যাও;উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হোক,আমার প্রিয় তার বাগানে আসুন,নিজের উপাদেয় ফলগুলো আহার করুন।----