সোলায়মান 5:11-16 BACIB

11 তাঁর মাথা খাঁটি সোনার মত,তাঁর কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের মত কালো রংয়ের।

12 তাঁর নয়নযুগল স্রোতের ধারে থাকা এক জোড়া কবুতরের মত,যেন দুধে গোশল করা ও পানির স্রোতের তীরে উপবিষ্ট।

13 তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারিও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ;তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত,তরল গন্ধরস ক্ষরণকারী।

14 তাঁর হাত বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মত;তাঁর উদর নীলকান্তমণিতে খচিত হাতির দাঁতের শিল্পকর্মের মত।

15 তাঁর ঊরুদ্বয় সোনার চুঙ্গিতে বসান মারবেল পাথরের দু’টি থামের মত;তাঁর দৃশ্য লেবাননের মত,এরস গাছের মত উৎকৃষ্ট।

16 তাঁর কথা অতীব মধুর;হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর।অয়ি জেরুশালেমের কন্যারা!এই আমার প্রিয়, এই আমার সখা।----