সোলায়মান 7:8-13 BACIB

8 আমি বললাম, আমি খেজুর গাছে উঠবো,আমি তার ফলের ছড়া ধরবো;তোমার কুচযুগ আঙ্গুর ফলের গুচ্ছস্বরূপ হোক,তোমার নিশ্বাসের গন্ধ আপেলের মত হোক;

9 তোমার তালু উত্তম আঙ্গুর-রসের মত হোক,যা সহজে আমার প্রিয়ের গলায় নেমে যায়,নিদ্রাগতদের ওষ্ঠ দিয়ে সরে যায়।

10 আমি আমার প্রিয়েরই, তাঁর বাসনা আমারই প্রতি।

11 হে আমার প্রিয়, চল, আমরা জনপদে যাই,পল্লীগ্রামে কাল যাপন করি।

12 চল, খুব ভোরে উঠে আঙ্গুর-ক্ষেতে যাই,দেখি, আঙ্গুরলতা পল্লবিত হয়েছে কি না,তাতে মুকুল ধরেছে কি না,ডালিম ফুল ফুটেছে কি না;সেখানে তোমাকে আমার মহব্বত নিবেদন করবো।

13 দূদাফল সৌরভ বিস্তার করছে;আমাদের দুয়ারে দুয়ারে নতুন ও পুরানো সমস্ত রকম উত্তম উত্তম ফল আছে;হে আমার প্রিয়,আমি তোমারই জন্য তা রেখেছি।