সোলায়মান 8:4-10 BACIB

4 অয়ি জেরুশালেম-কন্যারা!আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি,তোমরা প্রেমকে কেন জাগাবে?কেন উত্তেজিত করবে, যে পর্যন্ত তার বাসনা না হয়?----

5 উনি কে,যিনি মরুভূমি থেকে উঠে আসছেন,নিজের প্রিয়ের উপর ভর দিয়ে আসছেন?----আমি আপেল গাছের নিচে তোমাকে জাগালাম,সেখানে তোমার মা তোমাকে নিয়ে প্রসব বেদনায় ভুগিয়েছিলেন,সেখানে তোমার জননী ব্যথা সহ্য করেছিলেন,ও তোমাকে প্রসব করেছিলেন।----

6 তুমি আমাকে তোমার অন্তরে মুদ্রাঙ্কিত করে রাখ,তোমার বাহুর মধ্যে আবদ্ধ করে রাখ;কেননা মহব্বত মৃত্যুর মত বলবান;অন্তর্জ্বালা পাতালের মত নিষ্ঠুর;তার শিখা আগুনের শিখা, তা মাবুদেরই আগুন।

7 অনেক পানি মহব্বত নিবিয়ে দিতে পারে না,অনেক নদী তা ডুবিয়ে দিতে পারে না;কেউ যদি মহব্বতের জন্য বাড়ির সর্বস্ব দেয়,লোকে তাকে যার-পর-নাই তুচ্ছ জ্ঞান করে।----

8 ‘আমাদের একটি ছোট বোন আছে, তার কুচযুগ নেই;আমরা নিজের বোনের জন্য সেদিন কি করবো,যে দিনে তার বিষয়ে প্রস্তাব হবে?

9 সে যদি প্রাচীরস্বরূপা হয়,তার উপরে রূপার গম্বুজ নির্মাণ করবো,সে যদি দ্বারস্বরূপা হয়,এরস কাঠের কবাট দিয়ে তা ঘিরে রাখব।’----

10 আমি প্রাচীরস্বরূপা এবং আমার কুচযুগ তার উঁচু গৃহের মত;তখন তাঁর চোখে শান্তি আনয়নকারীর মত হলাম।