সোলায়মান 8:7-13 BACIB

7 অনেক পানি মহব্বত নিবিয়ে দিতে পারে না,অনেক নদী তা ডুবিয়ে দিতে পারে না;কেউ যদি মহব্বতের জন্য বাড়ির সর্বস্ব দেয়,লোকে তাকে যার-পর-নাই তুচ্ছ জ্ঞান করে।----

8 ‘আমাদের একটি ছোট বোন আছে, তার কুচযুগ নেই;আমরা নিজের বোনের জন্য সেদিন কি করবো,যে দিনে তার বিষয়ে প্রস্তাব হবে?

9 সে যদি প্রাচীরস্বরূপা হয়,তার উপরে রূপার গম্বুজ নির্মাণ করবো,সে যদি দ্বারস্বরূপা হয়,এরস কাঠের কবাট দিয়ে তা ঘিরে রাখব।’----

10 আমি প্রাচীরস্বরূপা এবং আমার কুচযুগ তার উঁচু গৃহের মত;তখন তাঁর চোখে শান্তি আনয়নকারীর মত হলাম।

11 বাল্‌-হামোনে সোলায়মানের একটি আঙ্গুরক্ষেত ছিল,তিনি তা কৃষকদেরকে জমা দিয়েছেন;তার ফলের মূল্য হিসেবে প্রত্যেকে এক এক হাজার মুদ্রা দেবে।

12 আমার নিজের আঙ্গুরক্ষেত আমার সম্মুখে;হে সোলায়মান, সেই হাজার মুদ্রা তোমারই হবে।দুই শত মুদ্রা কৃষকদের থাকবে।----

13 অয়ি উপবন-বাসিনী!সখারা তোমার স্বর শুনবার জন্য কান পেতে আছে,আমাকে তা শুনতে দাও।----