সোলায়মান 8:9-14 BACIB

9 সে যদি প্রাচীরস্বরূপা হয়,তার উপরে রূপার গম্বুজ নির্মাণ করবো,সে যদি দ্বারস্বরূপা হয়,এরস কাঠের কবাট দিয়ে তা ঘিরে রাখব।’----

10 আমি প্রাচীরস্বরূপা এবং আমার কুচযুগ তার উঁচু গৃহের মত;তখন তাঁর চোখে শান্তি আনয়নকারীর মত হলাম।

11 বাল্‌-হামোনে সোলায়মানের একটি আঙ্গুরক্ষেত ছিল,তিনি তা কৃষকদেরকে জমা দিয়েছেন;তার ফলের মূল্য হিসেবে প্রত্যেকে এক এক হাজার মুদ্রা দেবে।

12 আমার নিজের আঙ্গুরক্ষেত আমার সম্মুখে;হে সোলায়মান, সেই হাজার মুদ্রা তোমারই হবে।দুই শত মুদ্রা কৃষকদের থাকবে।----

13 অয়ি উপবন-বাসিনী!সখারা তোমার স্বর শুনবার জন্য কান পেতে আছে,আমাকে তা শুনতে দাও।----

14 হে আমার প্রিয়, শীঘ্র চল,সুগন্ধময় পর্বতশ্রেণীর উপরে,কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চার মত হও।