২ খান্দাননামা 17:10-16 BACIB

10 আর এহুদার চারদিকের সকল রাজ্যে মাবুদ থেকে এমন ভয় উপস্থিত হল, যে তারা যিহোশাফটের সঙ্গে যুদ্ধ করতে এলো না।

11 আর ফিলিস্তিনীদেরও কেউ কেউ যিহোশাফটের কাছে করস্বরূপ উপঢৌকন ও রূপা আনলো এবং আরবীয়েরা তাঁর কাছে পশুপাল, সাত হাজার সাত শত ভেড়া ও সাত হাজার সাত শত ছাগল আনলো।

12 এভাবে যিহোশাফট অতিশয় মহান হয়ে উঠলেন এবং এহুদা দেশে অনেক দুর্গ ও ভাণ্ডার-নগর নির্মাণ করলেন।

13 আর এহুদার নগরগুলোর মধ্যে তাঁর অনেক কাজ ছিল এবং জেরুশালেমে তাঁর বলবান বীর যোদ্ধারা থাকতো।

14 তাদের পিতৃকুল অনুসারে তাদের সংখ্যা এই; এহুদার সহস্রপতিদের মধ্যে অদ্‌ন সেনাপতি ছিলেন, তাঁর সঙ্গে তিন লক্ষ বলবান বীর ছিল।

15 তাঁর পরে যিহোহানন সেনাপতি, তাঁর সঙ্গে দুই লক্ষ আশি হাজার লোক ছিল।

16 তাঁর পরে সিখ্রির পুত্র অমসিয়; সেই ব্যক্তি নিজেকে মাবুদের উদ্দেশে স্বেচ্ছায় নিয়োজিত করেছিলেন; তাঁর সঙ্গে দুই লক্ষ বলবান বীর ছিল।