২ খান্দাননামা 29:17-23 BACIB

17 তারা প্রথম মাসের প্রথম দিনে পবিত্র করতে আরম্ভ করে মাসের অষ্টম দিনে মাবুদের বারান্দাতে এল; আর আট দিনের মধ্যে মাবুদের গৃহ পবিত্র করলো এবং প্রথম মাসের ষোড়শ দিনে তা শেষ করলো।

18 পরে তারা রাজপ্রাসাদে বাদশাহ্‌ হিষ্কিয়ের কাছে গিয়ে বললো আমরা মাবুদের সমগ্র গৃহ এবং পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্‌ ও তার সমস্ত পাত্র, দর্শনরুটির টেবিল ও তার সমস্ত পাত্র পাক-পবিত্র করেছি।

19 আর বাদশাহ্‌ আহস তাঁর নিজের রাজত্বকালে বিশ্বাস ভঙ্গ করে যেসব পাত্র ফেলে দিয়েছিলেন, সেসব আমরা প্রস্তুত করে পবিত্র করেছি; দেখুন, সে সমস্ত মাবুদের কোরবানগাহ্‌র সম্মুখে রয়েছে।

20 পরে হিষ্কিয় বাদশাহ্‌ খুব ভোরে উঠে নগরের কর্মকর্তাদেরকে একত্র করে মাবুদের গৃহে গেলেন।

21 আর তাঁরা রাজ্যের পবিত্র স্থানের জন্য ও এহুদার জন্য গুনাহ্‌-কোরবানী হিসেবে সাতটি ষাঁড়, সাতটি ভেড়া, সাতটি ভেড়ার বাচ্চা ও সাতটি ছাগল উপস্থিত করলেন। পরে তিনি মাবুদের কোরবানগাহ্‌র উপরে পোড়ানো-কোরবানী করতে হারুনের বংশধর ইমামদেরকে হুকুম করলেন।

22 অতএব ষাঁড়গুলোকে জবেহ্‌ করার পর ইমামেরা তাদের রক্ত নিয়ে কোরবানগাহ্‌র উপরে ছিটিয়ে দিল এবং ভেড়াগুলোকে জবেহ্‌ করা হলে তাদের রক্ত কোরবানগাহ্‌র উপরে ছিটিয়ে দিল এবং ভেড়ার বাচ্চাগুলোকে জবেহ্‌ করা হলে তাদের রক্ত কোরবানগাহ্‌র উপরে ছিটিয়ে দিল।

23 পরে গুনাহ্‌-কোরবানীর জন্য আনা ঐ সমস্ত ছাগল বাদশাহ্‌র ও সমাজের সম্মুখে আনা হলে তারা তাদের উপরে হাত রাখল।