২ শামুয়েল 1:18-24 BACIB

18 এবং এহুদার সন্তানদেরকে এই ধনুর্গীত শিখাতে হুকুম দিলেন। দেখ, তা যাশের গ্রন্থে লেখা আছে।

19 হে ইসরাইল, তোমার উচ্চস্থলীতে তোমার তেজ নিহত হল!হায়! বীরগণ ধ্বংস হলেন।

20 গাতে সংবাদ দিও না,অস্কিলোনের পথে প্রকাশ করো না;পাছে ফিলিস্তিনীদের কন্যারা আনন্দ করে,পাছে খৎনা-না-করানোদের কন্যারা উল্লাস করে।

21 হে গিল্‌বোয়ের পর্বতমালা,তোমাদের উপরে শিশির বা বৃষ্টি না পড়ুক,উপহারের ক্ষেত না থাকুক;কেননা সেখানে বীরদের ঢাল অশুদ্ধ হল,তালুতের ঢাল তেলে অভিষিক্ত হল না।

22 নিহতদের রক্ত ও বীরদের চর্বি না পেলেযোনাথনের ধনুক ফিরে আসত না,তালুতের তলোয়ারও অমনি ফিরে আসত না।

23 তালুত ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন,তাঁরা মরণেও বিচ্ছিন্ন হলেন না;তাঁরা ঈগলের চেয়ে বেগবান ছিলেন,সিংহের চেয়ে বলবান ছিলেন।

24 ইসরাইল-কন্যারা! তালুতের জন্য কাঁদ,তিনি রক্তিম রংয়ের রমণীয় পরিচ্ছদে তোমাদেরকে ভূষিত করতেন,তোমাদের পোশাকের উপরে সোনার অলংকার পরাতেন।