২ শামুয়েল 22 BACIB

বাদশাহ্‌ দাউদের প্রশংসা-কাওয়ালী

1 যেদিন মাবুদ সমস্ত দুশমন এবং তালুতের হাত থেকে দাউদকে উদ্ধার করলেন, সেদিন তিনি মাবুদের উদ্দেশে এই গজল নিবেদন করলেন।

2 তিনি বললেন,মাবুদ মম শৈল, মম দুর্গ ও মম উদ্ধারকর্তা,

3 মম শৈলরূপ আল্লাহ্‌, আমি তাঁর মধ্যে আশ্রয় নিই;মম ঢাল, মম উদ্ধার-শৃঙ্গ, মম উঁচু দুর্গ, মম আশ্রয়স্থান,মম ত্রাতা, জুলুম থেকে আমার নিস্তারকারী।

4 আমি কীর্তনীয় মাবুদকে ডাকব,এভাবে আমার দুশমনদের কাছ থেকে উদ্ধার পাব।

5 কেননা আমি মৃত্যুর তরঙ্গে বেষ্টিত,ধ্বংসের বন্যাতে আশঙ্কিত ছিলাম

6 আমি পাতালের দড়িতে বেষ্টিত, মৃত্যুর পাশে জড়িত ছিলাম;

7 সঙ্কটে আমি মাবুদকে ডাকলাম,আমার আল্লাহ্‌কে আহ্বান করলাম;তিনি তাঁর এবাদতখানা থেকে আমার নিবেদন শুনলেন,আমার আর্তনাদ তাঁর কর্ণগোচর হল।

8 তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল,আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল,ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।

9 তাঁর নাসারন্ধ্র থেকে ধোঁয়া বের হল,তাঁর মুখনির্গত আগুন গ্রাস করলো;তা দ্বারা সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।

10 তিনি আসমান নুইয়ে নামলেন,অন্ধকার তাঁর পদতলে ছিল;

11 তিনি কারুবীতে চড়ে উড়ে আসলেন হলেন,বায়ুর ডানায় ভর করে দর্শন দিলেন।

12 তিনি তাঁবুর মত তাঁর চতুর্দিকে অন্ধকার,বিপুল জলরাশি ও ঘন মেঘমালা স্থাপন করলেন।

13 তাঁর সম্মুখবর্তী তেজ থেকে জ্বলন্ত সমস্ত অঙ্গার প্রজ্বলিত হল।

14 মাবুদ আসমান থেকে বজ্রনাদ করলেন,সর্বশক্তিমান আল্লাহ্‌ তাঁর বাণী শোনালেন।

15 তিনি তীর মারলেন, তাদের ছিন্নভিন্ন করলেন,বজ্র দ্বারা তাদের উদ্বিগ্ন করলেন।

16 তখন মাবুদের তর্জনে,তাঁর নাসিকার প্রশ্বাসবায়ুতে সমুদ্রের সমস্ত প্রণালী প্রকাশ পেল,দুনিয়ার সমস্ত মূল অনাবৃত হল।

17 তিনি উপর থেকে হাত বাড়ালেন, আমাকে ধরলেন,মহাজলরাশি থেকে আমাকে টেনে তুললেন;

18 আমাকে উদ্ধার করলেন, আমার বলবান দুশমন থেকে,আমার বিদ্বেষীদের থেকে, কারণ তারা আমার চেয়ে শক্তিমান।

19 আমার বিপদের দিনে তারা আমার কাছে এল,কিন্তু মাবুদ আমার অবলম্বন হলেন।

20 তিনি আমাকে বাইরে প্রশস্ত স্থানে আনলেন,আমাকে উদ্ধার করলেন, কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।

21 মাবুদ আমার ধার্মিকতা-অনুযায়ী পুরস্কার দিলেন,আমার হাতের পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।

22 কেননা আমি মাবুদের পথে চলেছি,দুষ্টতাপূর্বক আমার আল্লাহ্‌কে ছেড়ে দিই নি।

23 কারণ তাঁর সমস্ত অনুশাসন আমার সম্মুখে ছিল,আমি তাঁর বিধিপথ থেকে দূরে সরে যাই নি।

24 আর আমি তাঁর উদ্দেশে সিদ্ধ ছিলাম,নিজের অপরাধ থেকে নিজেকে রক্ষা করতাম।

25 তাই মাবুদ আমাকে আমার ধার্মিকতা অনুসারে,তাঁর সাক্ষাতে আমার পবিত্রতা অনুযায়ী ফল দিলেন।

26 তুমি দয়াবানের সঙ্গে সদয় ব্যবহার করবে,সিদ্ধ লোকের সঙ্গে সিদ্ধ ব্যবহার করবে।

27 তুমি খাঁটির সঙ্গে খাঁটি ব্যবহার করবে,কুটিলের সঙ্গে চতুর ব্যবহার করবে।

28 তুমি দুঃখীদের নিস্তার করবে,কিন্তু দাম্ভিকদের উপরে তোমার দৃষ্টি আছে,তুমি তাদের অবনত করবে।

29 হে মাবুদ, তুমি আমার প্রদীপ;মাবুদই আমার অন্ধকার আলোকময় করেন।

30 কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে ধাবিত হই,আমার আল্লাহ্‌র সাহায্যে প্রাচীর লাফ দিয়ে পার হই।

31 তিনিই আল্লাহ্‌, তাঁর পথ সিদ্ধ;মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ,যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল।

32 কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্‌ কে আছে?আমাদের আল্লাহ্‌ ছাড়া আর শৈল কে আছে?

33 আল্লাহ্‌ আমার দৃঢ় দুর্গ;তিনি সিদ্ধকে তাঁর পথে চালান;

34 তিনি তার চরণ হরিণীর চরণের মত করেন;আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।

35 তিনি আমার হাতকে যুদ্ধ করতে শিক্ষা দেন,তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয়।

36 তুমি আমাকে তোমার উদ্ধারকারী ঢাল দিয়েছ,তোমার কোমলতা আমাকে মহান করেছে।

37 তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করেছ,আর আমার পা বিচলিত হয় নি।

38 আমি আমার দুশমনদের পিছনে দৌড়ে তাদের বিনষ্ট করেছি,সংহার না করে ফিরে আসি নি।

39 আমি তাদের সংহার করে চূর্ণ করেছি,তাই তারা উঠতে পারে না, তারা আমার পায়ের তলায় পড়েছে।

40 কারণ তুমি যুদ্ধ করবার শক্তি দিয়ে আমার কোমরবন্ধনী পরিয়ে দিয়েছ,যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিল,তাদেরকে তুমি আমার অধীনে নত করেছ।

41 তুমি আমার দুশমনদের আমা থেকে ফিরিয়ে দিয়েছ;আমি আমার বিদ্বেষীদের সংহার করেছি।

42 তারা চেয়ে রইলো, কিন্তু উদ্ধারকর্তা কেউ নেই;তারা মাবুদের কাছে চিৎকার করলো,কিন্তু তিনি তাদের জবাব দিলেন না।

43 তখন আমি দুনিয়ার ধূলির মত তাদের চূর্ণ করলাম,পথের কাদার মত তাদের দলিত করলাম,এবং ছড়িয়ে ফেললাম।

44 তুমিও আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ;জাতিদের কর্তা হবার জন্য রেখেছ,আমার অপরিচিত জাতি আমার গোলাম হবে।

45 বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে,শোনামাত্র তারা আমার হুকুম পালন করবে।

46 বিজাতি-সন্তানেরা ম্লান হবে,সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান থেকে আসবে।

47 মাবুদ জীবিত, মম শৈল প্রশংসিত হোন;মম উদ্ধারকারী শৈল আল্লাহ্‌ উন্নত হোন।

48 সেই আল্লাহ্‌ আমার পক্ষে প্রতিশোধ দেন,জাতিদেরকে, আমার অধীনে নত করেন;

49 আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার করেন;যারা আমার বিরুদ্ধে দাঁড়ায়,তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছো;তুমি দুর্বৃত্ত লোক থেকে আমাকে উদ্ধার করে থাক।

50 এই কারণ, হে মাবুদ, আমি নানা জাতির মধ্যে তোমার প্রশংসা করবো,তোমার নামের উদ্দেশে প্রশংসা কাওয়ালী গাইব।

51 তিনি তাঁর বাদশাহ্‌র জন্য উদ্ধারের উচ্চগৃহ,তাঁর অভিষিক্ত ব্যক্তির প্রতি অটল মহব্বত প্রকাশ করেন,যুগে যুগে দাউদ ও তার বংশের প্রতি রহম করেন।

অধ্যায়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24