২ শামুয়েল 22:26-32 BACIB

26 তুমি দয়াবানের সঙ্গে সদয় ব্যবহার করবে,সিদ্ধ লোকের সঙ্গে সিদ্ধ ব্যবহার করবে।

27 তুমি খাঁটির সঙ্গে খাঁটি ব্যবহার করবে,কুটিলের সঙ্গে চতুর ব্যবহার করবে।

28 তুমি দুঃখীদের নিস্তার করবে,কিন্তু দাম্ভিকদের উপরে তোমার দৃষ্টি আছে,তুমি তাদের অবনত করবে।

29 হে মাবুদ, তুমি আমার প্রদীপ;মাবুদই আমার অন্ধকার আলোকময় করেন।

30 কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে ধাবিত হই,আমার আল্লাহ্‌র সাহায্যে প্রাচীর লাফ দিয়ে পার হই।

31 তিনিই আল্লাহ্‌, তাঁর পথ সিদ্ধ;মাবুদের কালাম পরীক্ষাসিদ্ধ,যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের ঢাল।

32 কারণ মাবুদ ছাড়া আর আল্লাহ্‌ কে আছে?আমাদের আল্লাহ্‌ ছাড়া আর শৈল কে আছে?