২ শামুয়েল 22:44-50 BACIB

44 তুমিও আমাকে লোকদের বিদ্রোহ থেকে উদ্ধার করেছ;জাতিদের কর্তা হবার জন্য রেখেছ,আমার অপরিচিত জাতি আমার গোলাম হবে।

45 বিজাতি-সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করবে,শোনামাত্র তারা আমার হুকুম পালন করবে।

46 বিজাতি-সন্তানেরা ম্লান হবে,সকম্পে স্ব স্ব গোপনীয় স্থান থেকে আসবে।

47 মাবুদ জীবিত, মম শৈল প্রশংসিত হোন;মম উদ্ধারকারী শৈল আল্লাহ্‌ উন্নত হোন।

48 সেই আল্লাহ্‌ আমার পক্ষে প্রতিশোধ দেন,জাতিদেরকে, আমার অধীনে নত করেন;

49 আমার দুশমনদের থেকে আমাকে উদ্ধার করেন;যারা আমার বিরুদ্ধে দাঁড়ায়,তুমি তাদের উপরেও আমাকে উন্নত করছো;তুমি দুর্বৃত্ত লোক থেকে আমাকে উদ্ধার করে থাক।

50 এই কারণ, হে মাবুদ, আমি নানা জাতির মধ্যে তোমার প্রশংসা করবো,তোমার নামের উদ্দেশে প্রশংসা কাওয়ালী গাইব।