16 হায়! হায়! সেই মহানগরীর দুর্ভাগ্য,যে মসীনা-কাপড়, বেগুনি কাপড়,ও লাল রংয়ের কাপড় পরা ছিল,এবং সোনা ও বহুমূল্য মণি মুক্তায় ভূষিত ছিল!
17 কারণ এক ঘণ্টার মধ্যেই সেই মহা সম্পত্তি ধ্বংস হয়ে গেল। আর প্রত্যেক প্রধান কর্মকর্তা ও সমুদ্রপথে যে কেউ যাতায়াত করে এবং মাল্লারা ও সমুদ্রের ব্যবসায়ীরা সকলে দূরে দাঁড়িয়ে থাকল,
18 এবং তার দাহের ধোঁয়া দেখে চিৎকার করে বললো, আর কোন্ নগর আছে এই মহানগরীর মত?
19 আর তারা মাথায় ধূলা ছড়িয়ে কান্নাকাটি ও মাতম করতে করতে চিৎকার বলতে লাগল,হায়! হায়! সেই মহানগরীর দুর্ভাগ্য,যার ঐশ্বর্য দ্বারা সমুদ্রগামী জাহাজের কর্তারা সকলে ধনবান হত;কারণ এক ঘণ্টার মধ্যেই সে ধ্বংস হয়ে গেল।
20 হে বেহেশত আনন্দ কর,হে পবিত্র লোকেরা, হে প্রেরিতেরা, নবীরা,তোমরা তার বিষয়ে আনন্দ কর;কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করেছে,আল্লাহ্ তার প্রতিকার করেছেন।
21 পরে এক শক্তিমান ফেরেশতা বড় এক পাটি জাঁতার মত একখানি পাথর নিয়ে সাগরে নিক্ষেপ করে বললেন,এর মত মহানগরী ব্যাবিলন মহাবলে নিপাতিত হবে,আর কখনও তার উদ্দেশ পাওয়া যাবে না।
22 বীণাবাদকদের, গায়কদের এবং যারা বাঁশী বাজায় ও তূরী বাজায়তাদের ধ্বনি তোমার মধ্যে আর কখনও শোনা যাবে না;এবং আর কখনও কোন রকম শিল্পকারকে তোমার মধ্যে পাওয়াযাবে না;এবং যাঁতার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;