প্রকাশিত কালাম 18:21-24 BACIB

21 পরে এক শক্তিমান ফেরেশতা বড় এক পাটি জাঁতার মত একখানি পাথর নিয়ে সাগরে নিক্ষেপ করে বললেন,এর মত মহানগরী ব্যাবিলন মহাবলে নিপাতিত হবে,আর কখনও তার উদ্দেশ পাওয়া যাবে না।

22 বীণাবাদকদের, গায়কদের এবং যারা বাঁশী বাজায় ও তূরী বাজায়তাদের ধ্বনি তোমার মধ্যে আর কখনও শোনা যাবে না;এবং আর কখনও কোন রকম শিল্পকারকে তোমার মধ্যে পাওয়াযাবে না;এবং যাঁতার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;

23 এবং প্রদীপের শিখা আর কখনও তোমার মধ্যে জ্বলবে না;এবং বর কন্যার আওয়াজ আর কখনও তোমার মধ্যে শোনা যাবে না;কারণ তোমার বণিকেরা দুনিয়ার সম্ভ্রান্ত ছিল,কারণ তোমার মায়াশক্তিতে সমস্ত জাতি ভ্রান্ত হত।

24 আর নবী ও পবিত্র লোকদের রক্তএবং যত লোক দুনিয়াতে হত হয়েছে,সেই সবের রক্ত এর মধ্যে পাওয়া গেল।