প্রকাশিত কালাম 19:1-6 BACIB

1 এই সকলের পরে আমি যেন বেহেশতে স্থিত বিশাল জনসমাগমের মহাধ্বনি শুনলাম, তারা বলছে—হাল্লিলূয়া!নাজাত ও মহিমা ও পরাক্রম আমাদের আল্লাহ্‌রই;

2 কেননা তাঁর বিচারাজ্ঞাগুলো সত্য ও ন্যায্য;কারণ যে মহাবেশ্যা তার বেশ্যাক্রিয়া দ্বারা দুনিয়াকে ভ্রষ্ট করতো,তিনি তার বিচার করেছেন,তার হাত থেকে তাঁর গোলামদেররক্তপাতের পরিশোধ নিয়েছেন।

3 পরে তারা দ্বিতীয়বার বললো,হাল্লিলূয়া!আর যুগপর্যায়ের যুগে যুগে সেই পতিতার ধোঁয়া উঠছে।

4 পরে সেই চব্বিশজন প্রাচীন ও চার প্রাণী ভূমিতে উবুড় হয়ে সিংহাসনে উপবিষ্ট আল্লাহ্‌র এবাদত করলেন, বললেন,আমিন। হাল্লিলূয়া!

5 পরে সেই সিংহাসন থেকে এই বাণী বের হল,হে আল্লাহ্‌র গোলামেরা,তোমরা যারা তাঁকে ভয় কর,তোমরা ক্ষুদ্র বা মহান সকলে আমাদের আল্লাহ্‌রপ্রশংসা-গজল কর।

6 পরে আমি বড় লোকারণ্যের কোলাহল ও অনেক পানির কল্লোল ও প্রবল মেঘ-গর্জনের মত এই বাণী শুনলাম,হাল্লিলূয়া!কেননা আমাদের আল্লাহ্‌ প্রভু,যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করলেন।