প্রকাশিত কালাম 19:3-9 BACIB

3 পরে তারা দ্বিতীয়বার বললো,হাল্লিলূয়া!আর যুগপর্যায়ের যুগে যুগে সেই পতিতার ধোঁয়া উঠছে।

4 পরে সেই চব্বিশজন প্রাচীন ও চার প্রাণী ভূমিতে উবুড় হয়ে সিংহাসনে উপবিষ্ট আল্লাহ্‌র এবাদত করলেন, বললেন,আমিন। হাল্লিলূয়া!

5 পরে সেই সিংহাসন থেকে এই বাণী বের হল,হে আল্লাহ্‌র গোলামেরা,তোমরা যারা তাঁকে ভয় কর,তোমরা ক্ষুদ্র বা মহান সকলে আমাদের আল্লাহ্‌রপ্রশংসা-গজল কর।

6 পরে আমি বড় লোকারণ্যের কোলাহল ও অনেক পানির কল্লোল ও প্রবল মেঘ-গর্জনের মত এই বাণী শুনলাম,হাল্লিলূয়া!কেননা আমাদের আল্লাহ্‌ প্রভু,যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করলেন।

7 এসো, আমরা আনন্দ ও উল্লাস করিএবং তাঁকে গৌরব প্রদান করি,কারণ মেষশাবকের বিয়ে উপস্থিত হলএবং তাঁর ভার্যা নিজেকে প্রস্তুত করলো।

8 আর তাকে এই বর দেওয়া হল যে,সে উজ্জ্বল ও পবিত্র মসীনার কাপড়ে নিজেকে সজ্জিত করে,কারণ সেই মসীনার কাপড় পবিত্র লোকদের ধর্মময়তা।

9 পরে তিনি আমাকে বললেন, তুমি এই কথা লেখ, ধন্য তারা, যারা মেষশাবকের বিয়ের ভোজে দাওয়াত পেয়েছে। আবার তিনি আমাকে বললেন, এসব আল্লাহ্‌র সত্য কালাম।